কুমিল্লার সাবেক এমপি বাহারের বিরুদ্ধে
সাংবাদিক নির্যাতনের মামলা
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা-৬ (সদর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে এবার সাংবাদিক নির্যাতনের অভিযোগে কুমিল্লার আদালতে মামলা হয়েছে।
এ নিয়ে বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে একটি হত্যাসহ কুমিল্লায় তিনটি মামলা হলো।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির কুমিল্লা জেলায় কর্মরত সাংবাদিক বাহার রায়হান।
আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন অভিযোগটি আমলে নিয়ে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।