সাভারে রাস্তায় গাডওয়াল র্নিমানে
অনিয়মের অভিযোগ
মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ
সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড কুরগাও আমতলা থেকে চারিগ্রাম প্রাইমারী স্কুল পর্যন্ত রাস্তার কাজ প্রায় ছয় মাস পূর্বে শেষ হওয়ার কথা থাকলেও পুকুর পাড়ের গাইড ওয়াল করতেই সময় চলে যাচ্ছে প্রায় তিন মাস।
৩/৪ জন করে লোক নিয়ে পিলার স্থাপনের চেষ্টা (যদিও পিলারের জন্য যন্ত্র ব্যবহার জরুরী ছিল), গাইড ওয়ালে তিন নম্বর ইটের ব্যবহার, ইট’কে গাথুনির পূর্বে পর্যপ্ত পানি না খাওয়ানো, কাজের সময় সুপারভাইজার কনট্রাকদারের অনুপস্থিতি সহ কাজ সম্পন্য করতে অযথা সময় ক্ষেপনের অভিযোগ করেন এলাকাবাসী।
পাথালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান গরীবুল্লাহ, পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার শফিউল আলম সোহাগ, চারিগ্রাম মিতালী সংঘের সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, লোকমান শেখ, হাবীবুর রহমান হাবীব, আরিফুল ইসলাম, রাহীম খান সহ এলাকার মুরব্বী ও সচেতন যুবকদের উল্লেখযোগ্য সংখক সম্মিলিত ভাবে উক্ত রাস্তার নির্মান কাজ পরিদর্শন শেষে এই নিন্ম মানের কাজের প্রতিবাদ করেন। সোহাগ এমন ৩ নম্বর ইটের ব্যবহার আর না করার জন্য কনট্রাকটারকে সতর্ক করে দেন। কনট্রাকদারের বাড়ি গোপালগন্জ এমন প্রভাব খাটিয়ে কাজে এমন হীন অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসি।
সকাল ৯ থেকে ১০.৩০ পর্যন্ত কাজের স্থানে অবস্থান করেও কনট্রাকটর ও সুপারভাইজার কাউকে পাওয়া যায় নাই. !
সাভার উপজেলা এলজিইডি ইন্জিনিয়ার মোঃ সালেহ আহমেদ জানান, আগামীকাল উক্ত রাস্তাটির নির্মান কাজ সরজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://www.songbadtoday.com/?p=85983
Post Views: ৩০