সারাদেশে ধর্ষণ ও ছিনতাইয়ের
বিচার দাবিতে বিক্ষোভ
মোঃ এমদাদুল হক, জামালপুরঃ
“নারীর প্রতি সহিংসতা, সমাজের জন্য লজ্জা ও ধর্ষণ-ছিনতাই রুখতে হবে, প্রশাসনকে জাগতে হবে” স্লোগানদ্বয়কে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে ধর্ষণ, যৌন নিপীড়ন ও ছিনতাই-চাঁদাবাজি বন্ধ ও কঠিন শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ইসলামপুর উপজেলা শাখা আয়োজিত বুধবার (২৬ ফেব্রুয়ারী) ইসলামপুর অডিটরিয়াম সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা গেইটে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
রক্তসৈনিক জামালপুর জেলা শাখার উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী আলাল উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে এ বক্তব্য রাখেন রক্ত সৈনিক ফাউন্ডেশন জামালপুর জেলা সভাপতি মানসূর আহমাদ আবির, ইসলামপুর উপজেলা নারী বিষয়ক সম্পাদক জাফরিন নাহার জয়া,সদস্য রকিবুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা, নারীর শ্লীলতাহানি সমাজের জন্য লজ্জা বলে উল্লেখ করেন।
ধর্ষণ,যৌন নিপীড়ন ও ছিনতাই রুখতে, অপরাধীর শাস্তি নিশ্চিত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক সচেতনতার মাধ্যমেই সহিংসতা বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এসব বিষয়ে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন,সমাজে ধর্ষণ ও শ্লীলতাহানি রোধ করতে সকলকে সজাগ থাকতে হবে। সমাজে অপরাধ নির্মূলে ইসলামপুর থানা পুলিশ ২৪ ঘন্টাই সোচ্চার রয়েছে।
https://www.songbadtoday.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87/