শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আনোয়ার হোসেন, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি ও বর্ষীয়ান শিক্ষক মোস্তাফিজুর রহমান আর নেই।
গত সোমবার দিবাগত রাত দশটায় তিনি বার্ধক্যজনিত কারণে কাজিপুরের হরিনাথপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিলো ৯০ বছর।
তিনি ১৯৩৪ সালে কাজিপুরের মাইজবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পরে তিনি হরিনাথপুর গ্রামে বসতি স্থাপন করেন। তিনি স্ত্রী, দুই পুত্র, চার মেয়ে, জামাতা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি কাজিপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।
মঙ্গলবার সকাল দশটায় তার গ্রামের বাড়ি হরিনাথপুরে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে সিরাজগঞ্জে তার দ্বিতীয় জানাজা নামাজ শেষে শহরের মালশাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন হরিনাথপুরের আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, আজিম উদ্দিন মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বদ্বীপ বাংলাদেশ এর সম্পাদক ফজলুল হক মনোয়ার, নির্বাহী সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ড. সাজিদ সাজ্জাদ।