সিরাজদিখানে দ্বি-মাসিক
নামহট্ট ক্যাম্প অনুষ্ঠিত
নন্দরাজ দাস রাজ, মুন্সিগঞ্জঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর মনিপাড়ায়,নগর কীর্ত্তনের মধ্যে দিয়ে সকল জীবের মঙ্গল কামনায় গতকাল ১৬ই মে বৃহস্পতিবার হতে আজ ১৭ ই মে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মধুপুর নামহট্ট ভক্তবৃন্দের এবং গ্রামবাসির আয়োজনে দ্বি-মাসিক নামহট্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভাগবত পাঠ করেন সুমূখ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী- সাধারণ সম্পাদক ইসকন নামহট্ট ঢাকা।
উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান, নগর, রাজানগর, শেখর নগর সাতঘরিয়া খারশুর, হলুদিয়া, এবং আরো বিভিন্ন প্রান্তের অসংখ্য ভক্ত বৃন্দ।
এছাড়া আরো অনেক ভক্তবৃন্দ গান কীর্ত্তন করেন গুরুদেবের অপার মহিমা বর্ননা করেন এবং উপস্থিত সকল ভক্তবৃন্দ সেই কীর্ত্তন শ্রবণ করেন।
সবশেষে মহাপ্রসাদ বিতরণের এবং পরবর্তী নামহট্টের সময় সূচনা,স্থান ঘোষণার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।