সীতাকুণ্ডে অবরোধের বিরুদ্ধে
আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
এম, ইব্রাহীম খলিল, সীতাকুন্ডঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বিএনপি-জামায়াত ঘোষিত ৪র্থ দফা অবরোধ এর বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন এর নেতৃত্বে আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও মিছিল করেছে। ৯ নং ভাটিয়ারী শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি কলেজ রোড হয়ে ভাটিয়ারী বাজারে এসে শেষ হয় পরবর্তীতে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন এস এম আল মামুন, তিনি বলেন, শেখ হাসিনা উন্নয়ন করছেন আর বিএনপি অবরোধের নামে দেশের উন্নয়নের অগ্রযাত্রা কে থামিয়ে দিতে চাচ্ছে! কিন্তু তারা সফল হবে না।
এ সময় চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাবুল,৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লা মিয়াজী, ৭নং কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, ১০নং সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী গোলাম মহিউদ্দিন, উপজেলা আ:লীগের উপদপ্তর সম্পাদক আবদুস সালাম, সদস্য ও ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান সহ প্রমুখ।
সীতাকুণ্ড উপজেলায় ৪র্থ দফা অবরোধ শান্তি পূর্ণ ভাবে পালিত হচ্ছে অবরোধ এর পক্ষে মিছিল সমাবেশ করতে দেখা যায় নি, দূর পাল্লার বাস ছাড়া অন্য যানবাহন চলাচল করতে দেখা যায়।
https://www.songbadtoday.com/?p=75975
Post Views: ৮৫