সীতাকুণ্ডে গণশুনানিতে ভুমির সম্যসা নিরসন
এম, ইব্রাহিম খলিল, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড সহকারী কমিশনার ভূমি অফিসে সামনে চেম্বার ছেড়ে খোলা আকাশে বসে সপ্তাহে দুই দিন মানুষকে সেবা দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন ।
ভূমি সেবা নিয়ে ভয় কেটে গেছে উপজেলার মানুষের। ভূমির মালিকদের আস্থার স্থলে পরিণত হয়েছে ভূমি অফিস। তবে দালালের দৌরাত্ব কমেনি দলিল লেখক মাধ্যম হিসাবে নামজারী খতিয়ান তৈরী করে দিচ্ছে। সরাসরি কোনো ধরনের হয়রানি ছাড়া সেবা দেওয়ার চেষ্টা করছেন । এ কারণে সাধারণ মানুষের কাছে জনবান্ধব অফিসে পরিণত হয়েছে সীতাকুণ্ড ভূমি অফিস। বড় বড় কোম্পানির জমি সংক্রান্ত জটিলতা নিয়োজিত এস্টেট অফিসার চেম্বারে বসে নিরশন করেন।
সেবা নিতে আসা ব্যক্তিরা বলছেন ২৭ মার্চ বুধবার অফিসের মূল গেইট দিয়ে ভেতরে ঢুকতেই দেখা গেল, সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন নিজ কার্যালয়ের বাইরে খোলা স্থানে চেয়ার-টেবিল নিয়ে বসে আছেন সামনে বসা আছে সাধারণ মানুষ ও অর্ধশত সেবা গ্রহীতা পাশে দাঁড়িয়ে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেখা যায়। এক এক করে প্রত্যেকের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে কথা বললেন সহকারী কমিশনার (ভূমি)। পরামর্শ বা সমাধান করে দিচ্ছেন।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, জনগণের কাছে সহজে সেবা পৌঁছে দিতে সহকারী কমিশনার (ভূমি) নিজ অফিস কক্ষের বাইরে খোলা স্থানে এভাবে প্রতি সপ্তাহের সোমবার ও বুধবার গণশুনানি করেন। এমনকি সেবা প্রার্থীরা তাঁদের কাঙ্ক্ষিত সেবা নির্বিঘ্নেপাচ্ছেন কি না তা পর্যবেক্ষণের জন্য ভূমি অফিসের সব কর্মকর্তা- কর্মচারীর কক্ষেও ভিডিও ক্যামেরা স্থাপন করা হয়েছে।
অফিস সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন এ পর্যন্ত আদালতের জাল আদেশ দাখিল, জাল ওয়ারিশ সনদ, জাল দলিল দিয়ে নামজারী সৃজিত খতিয়ান বাতিলের আদেশ দেন।
বর্তমান ভূমি সেবা নিয়ে জানতে চাইলে সেবা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর বলেন, বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিন সীতাকুণ্ডে আসার পর থেকে দালালরা আতঙ্কে রয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার ভুমি আলা উদ্দিন মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে তিনি কাজ করে যাচ্ছেন। প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের ভিতরে ঢুকতে হেল্প ডেক্স খোলা হয়েছে যেকোনো মানুষ যে কোনো সময় সেবা নিতে ও দিতে শুরু করেছে জমির খাজনা পরিশোধ কারার জন্য মাইকিং করতে দেখা গেছে, সরকারি রাজস্ব আদায়ের চেষ্টা করছে তবে অনলাইন করাতে খাজনা আদায়ের ক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে এইজন্য হেল্পডেক্স এর খাজনা বা রাজস্ব আদায় করছে। ভূমি সেবা ও আচরণে সন্তুষ্ট সাধারণ মানুষ । শুধু ভূমি সেবা নয়, সরকারি স্বার্থ লঙ্ঘিত হলে অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট করে ব্যবস্থা নিচ্ছেন।’
তবে আমরা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং সাধারণ মানুষ দোয়া করছে। এটিই আমার পাওয়া। এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।