শুক্রবার , ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এমইব্রাহিম খলিল,সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকার বক্ষব্যাধি হাসপাতালের কোয়ার্টার থেকে শাহনাজ বেগম (২৬) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যার অভিযোগে সুলতানা বেগম (২৪) নামের এক গৃহবধূকে আটক করছে মডেল থানার পুলিশ । আটককৃত সুলতানা বেগম নিহত শাহনাজের সতীন হয়।
শুক্রবার ৩১ ডিসেম্বর ২০২১ বিকেলে উপজেলার বক্ষব্যাধি হাসপাতালের কোয়ার্টারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানায়ায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক মোহাম্মদ আজিমের প্রথম স্ত্রী নিহত শাহনাজ থাকতেন ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল কোয়ার্টারে ।
২য় স্ত্রী সুলতানা থাকতেন শাহ আমানত সেতু এলাকায় শুক্রবার সকালে আজিম ১ম স্ত্রীর পুত্রকে নিয়ে আনোয়ারা গ্রামের বাড়িতে যায়।
এই ফাঁকে তার দ্বিতীয় স্ত্রী ফৌজদারহাট এসে প্রথম স্ত্রীকে বাসায় একা পেয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার পর পালানোর সময় সুলতানাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইর্নচাজ আবুল কালাম আজাদ বলেন, ‘নিহত গৃহবধূ শাহনাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার সতীনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড।