বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এম,ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই ২০২২ ইং তারিখ পর্যন্ত ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২’ উপলক্ষে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, কুমিরা এবং কুমিরার নৌ-পুলিশের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে এলাকার সন্দ্বীপ চ্যানেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।উক্ত মোবাইল কোর্টে
মঙ্গলবার দুইটি দোকানে পাঁচ হাজার করে দশ হাজার টাকা ও ২ টি মাছ ধরার নৌকা থেকে ১ লক্ষ মিটারের কারেন্ট জাল জব্দ করা হয়। মৎস্যসম্পদ রক্ষা ও সুরক্ষা আইনের ধারা মতে জরিমানা করা হয় । মোঃ মাসুদ, মোঃ সাইফুল ইসলাম
মোঃফিরোজ ,মোঃ শাহিদ,মোঃআমিনুল ইসলাম ,মোঃ বারেক চৌকিদার মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এই প্রতিবেদককে বলেন জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২’ উপলক্ষে অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে।
উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ কামাল উদ্দিন চৌধুরী ; বাংলাদেশ কোস্ট গার্ড,কুমিরার কন্টিনজেন্ট কমান্ডার জনাব মোঃ মোকলেছুর রহমান; কুমিরা নৌ-পুলিশের এস আই জনাব মোঃ চাঁন মিঞা প্রমুখ।