রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এম, ইব্রাহিম খলিল, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌর সদর এর কলেজ রোডের পার্শে ৭ তলা ভবন ” সৈয়দ পুর টাওয়ারের “৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার ৪মে দুপুর দুই টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ নুরুল আলম দুলাল জানান কলেজ রোড সৈয়দপুর টাওয়ারের ৭ তলা ভবনের ৫ তলায় ৫০৫ নং ফ্লাটে আগুন লাগে, খবর পেয়ে সাথে সাথে সীতাকুণ্ড ফায়ার ষ্টেশনের কর্তৃক আগুন নির্বাপন এবং উদ্ধার কাজ করা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কেট এর আগুনের সুত্রপাত ।
উদ্ধার :০৬জন আহতদের নাম:(১) আবুল হাসেম(৪৮).(২)রুমা আক্তার (৩৮).(৩)মমিতা আফরোজ(২৬).(৪)আব্দুল্লাহ বিজয়.(৯).(৫)রহমান বিনয়(২).(৬)খলেদা বেগম(৫৫).
টাওয়ারের আগুনের সংবাদ পেয়ে সেখানে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে উদ্ধার করে ফায়ার সার্ভিস সাড়ে তিনটা সমাপ্ত করে।