সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ
করে শিক্ষার্থীদের বিক্ষোভ
এম, ইব্রাহিম খলিল, সীতাকুন্ডঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন এ অবস্থিত আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (আইআই ইউসি) শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ করছেন।
কোটা সংস্কার আন্দোলকারী মঙ্গলবার সকাল ১১টার থেকে মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়েছে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নানাভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ।
রাত নয়টা পর্যন্ত চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এ ছাড়া জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েও রাতভর হামলা ও সংঘর্ষের ঘটনার প্রতিবাদে অবস্থান সমাবেশ কঠোর হয়েছে। বিকাল ৪টার পর যানজট মুক্ত হতে শুরু করে।
https://www.songbadtoday.com/?p=89622
Post Views: ৭৬