সীতাকুণ্ডে মাদক ধর্ষণ চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ
এম ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড :
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় পৌরসদরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সীতাকুণ্ড শাখার উদ্যোগে সারা দেশে মাদক, ধর্ষণ, খুন, ডাকাতি, চাঁদাবাজি ছিনতাই ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
মিছিলে ধর্ষকের ফাঁসি ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানায়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা সহ অভিভাবকদের সচেতনতামূলক বার্তা লিফলেট বিতরণ করেন। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সীতাকুণ্ড উপজেলা থেকে শুরু করে উত্তর বাজার গিয়ে শেষ হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয় সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে।
বিক্ষোভ মিছিলে আসা শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দেয় এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়।
পহেলা মার্চ শনিবার পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভ মিছিল বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অভিভাবক শিক্ষক শিক্ষিকা অগ্রভাগে দেখা যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে করেছে।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে এবং সরকারের কাছে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরের ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানায়।
https://www.songbadtoday.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7-%e0%a6%a6/
Post Views: ২৭