এম, ইব্রাহিম খলিল, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার চাঞ্চল্যকর কয়েকটি প্রতিষ্ঠানে ডাকাতি করার অভিযোগে ৮টি ডাকাতি মামলার আসামী ডাকাত হান্নান কে আজ বৃহস্পতিবার গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।
উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউপির ১ নং ওয়ার্ডস্থ উত্তর ঘোড়ামারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পূর্ব দিকে রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তায় অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতি করার উদেশ্যে অবস্থান করিতেছে।
খবর পেয়ে উর্ধতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ওসি কামাল উদ্দিন পিপিএম এর নেতৃত্ত্বে এসআই নাদিম মাহমুদ, এসআই মোঃ মিজানুর রহমান, এসআই সুমন শর্মা, এএসআই মোঃ আরিফুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ সীতাকুন্ড মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রে সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধ সীতাকুন্ড মডেল থানায় মামলা নং-২৫(০৩)২৪ ইং রুজু করা হয়েছে।
তাছাড়া মোঃ হান্নান (৩৪) এর বিরুদ্ধে ০১ টি অস্ত্র আইনের মামলা, ০১ টি ডাকাতি মামলা, ০১ টি মাদক মামলা, ০১ টি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা, ০২ টি অন্যান্য ধারার মামলা ও ০১ টি চুরির মামলাসহ সর্বমোট- ০৮ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে । সাধারণ মানুষের ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করিয়া আসিতেছে।
বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সোসাল মিডিয়ার ছড়িয়ে পড়ায় পুলিশের উর্ধতন কতৃপক্ষ হান্নান ডাকাত কে গ্রেফতারের তৎপরতা শুরু করে। তদারকি করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম শফি উল্লাহ বিপিএম, সীতাকুন্ড সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নায়হানুল বারী সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ দ্রুততার সাথে কুখ্যাত ডাকাত কে গ্রেফতার হয়।
অস্ত্র সহ ধৃত আসামী উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন এর ঘোড়া মারা কবির সওদাগরের বাড়ীর
নুর মিয়ার ছেলে মোঃ হান্নান (৩৪)।
পুলিশের জিজ্ঞেসাবাদে অস্ত্র ও কার্তুজ আছে বলিয়া স্বীকার করে। উদ্ধার কৃত অস্ত্র ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ১ টি কার্তুজ।
চাদঁপুরে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মায়ের মামলা