শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এম, ইব্রাহিম খলিল, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামশেদ হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য মো. মুরাদকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।
মঙ্গলবার ১৯ মার্চ দুপুরে উপজেলার পৌরসদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মুরাদ উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ঐ এলাকার গিয়াস উদ্দিনের পুত্র।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম।
তিনি বলেন, গ্রেপ্তার ইউপি সদস্য একটি হত্যার মামলার পরোয়ানাভুক্ত আসামি। সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদর এলাকায় তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
২০২০ সালে ১২ ডিসেম্বর উপজেলার সৈয়দপুর উপকুলীয় এলাকা থেকে নিখোঁজ হন যুবদল নেতা জামশেদ। নিখোঁজের তিনদিন পর ১৪ ডিসেম্বর তার মরদেহ সৈয়দপুর বশরতনগর সাগর উপকুল থেকে উদ্ধার করে পুলিশ।
ঐ ঘটনায় মুরাদকে প্রধান আসামি করে যুবদল নেতা জামশেদ উদ্দিনের স্ত্রী রুবি আকতার বাদী হয়ে মামলা দায়ের করেন।
ভুরুঙ্গামারীতে ভূমিহীন বিধবার ভাগ্গে জোটেনি আশ্রয়ণ প্রকল্পের ঘর