বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এম, ইব্রাহিম খলিল, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার গেইটের পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছ পড়ার ঘটনা ঘটে ।
১৭ আগস্ট সকাল নয়টায় তিনটি গাছ পড়ে মহাসড়কে এতে যানচলাচল প্রায় তিনি ঘন্টা বন্ধ হয়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নূরুল আলম দুলাল,জানান সকাল সোয়া নয়টায় খবর পেয়ে দুটি ইউনিট ঘটনা স্থলে উপস্থিত হয়ে দপখতে পান কভার্ড ভ্যান / লরির গাছ পড়ে মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।তার নেতৃত্বে গাছ কেটে চট্টগ্রাম মুখি লেইন মুক্ত করলে ও ক্ষতি গ্রস্ত লরি সরাতে কুমিরা হাইওয়ে থানার কেরাং এসে কভার্ডভ্যান/ লরি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ সড়ক জনপদ বিভাগের অধিক গ্রহণ কৃত জায়গা কর্ণফুলী কো: গ্যাস পাইপ লাইনের জন্য সাত/ আট ফুট গভীর করে পাইপ স্থাপন করা হয়।
উক্ত পাইপ লাইন স্থাপন করতে গিয়ে মহাসড়কের সাথে যুক্ত স্থানীয় সরকার এর অর্থায়নে গ্রামীণ সড়কের মুখ অচল হয়ে পড়ে।
তাছাড়া মহাসড়ক পাসে ৭/৮ ফুট গভীর গর্ত খুঁড়ে জীবন এর ঝুঁকি অর্থ নৈতিক ক্ষতি ও সড়কে যানচলাচল বিঘ্নিত হয়। বিগত সরকারের ঠিকাদারি প্রতিষ্ঠান মহাসড়ক পাসে অবস্থিত দোকান বাড়ি ঘরের ক্ষতি হলেও ক্ষতি পূরণ দেওয়া হয়নি।
এই কাজে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরা কয়েকজন সদস্য কে ঠিকাদারি প্রতিষ্ঠান কে সহায়তা করতে দেখা গেছে।