সুন্দরগঞ্জে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা
এবি সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভানুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভানুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম।
সভায় সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু। থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম (পিপিএম) আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সার্বিক দিক তুলে ধরেন।
এতে ইউপি চেয়ারম্যানগণের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুল জব্বার, আমিনুল ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ্, জহুরুল ইসলাম, মিজানুর রহমান, মোজহারুল ইসলাম, মানোয়ার আলম সরকার, এটিএম আজহারুল ইসলাম, মেহেদী মোস্তফা মাসুম, মঞ্জু মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেস ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য সাংগঠনিক নেতৃবৃন্দ।
Post Views: ১০০