গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবীতে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে উত্তাল হয়ে উঠে পুরো উপজেলা শহর।
রবিবার (৪ আগষ্ট) বেলা ১১টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে কর্মসূচীতে অংশ গ্রহণ করে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাহিরগোলা মসজিদ মোড়ে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে।
ক্ষুব্ধ শিক্ষার্থীদের সমস্বরে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘এক-দুই-তিন-চার, খুনি হাসিনা গদি ছাড়’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে’ ইত্যদি স্লোগান উত্তাল হয়ে ওঠে সুন্দরগঞ্জ পৌরশহর।
আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, আমরা সরকারের কাছে যৌক্তিক দাবি উত্থাপন করে ছিলাম।
অথচ, সেই দাবি আদায়ে আমাদের শত শত ভাই-বোনকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। তাই, এখন আর কোনো আপস বা সংলাপের সুযোগ নেই। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এসময় ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করেন। তবে, শহরে সীমিত আকারে রিক্সা, অটোরিক্সা চলাচল করে।