সুন্দরগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ-৩
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে সিসিব্লকবাহী ট্রলারডুবিতে ৩ শ্রমিক ২ দিন থেকে নিখোঁজ রয়েছেন। এঘটনায় অপর ২৫ শ্রমিক আহত হয়েছেন।
জানা গেছে, গত শনিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর (বাবুর বাজার) এলাকায় তিস্তানদীর ভাঙ্গণ কবলিত স্থানে ফেলানোর জন্য সিসিব্লক বহণের কাজে নিয়োজিত একটি ট্রলার তিস্তানদীতে ডুবে যায়।
এসময় ট্রলারে থাকা ২৮ শ্রমিক পানিতে লাফ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। আহত অবস্থায় ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান উদ্ধারকারীরা।
অপর ৩ শ্রমিক নিখোঁজ থাকায় তাদের সন্ধান পেতে ডুবুরিদলের একাধিক ইউনিট অভিযান চালিচ্ছেন।
স্থানীয়রা জানান, শনিবার সিসিব্লকবাহী ট্রলার তিস্তিনদী দিয়ে যাবার সময় বিশেষ অংশ ফেটে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। বুঝতে পেয়ে শ্রমিকরা নদীতে লাফ দেন। তাদের উপর সিসিব্লকগুলো পড়ে যাওয়ায় চালকসহ সবাই কম-বেশি আহত হন। তাদের মধ্যে ৩ শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে।
এরা সবাই গাইবান্ধা সদরের বিভিন্ন গ্রামের বাসীন্দা। নিখোঁজ ৩ জনের মধ্যে আতোয়ার রহমান (৪০) ও রাজু মিয়া (৪৫) নামে ২ জনের নাম জারা গেছে। অপরজনের নাম এখনো জানা যায়নি।
এঘটনার খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
https://www.songbadtoday.com/?p=90231
Post Views: ৯৮