সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে
বালকের মৃত্যু !
আবু বকর সিদ্দীক, সুন্দরগঞ্জঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রহমত মিয়া (১২) নামে এক বালকের মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে নিজ বাড়িতে রহমত মিয়া সাউন্ডবক্সে সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে থানার এসআই আব্দুল লতিফ ঘটনাস্থলে এসে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। নিহত বালক রহমত মিয়া ঐ গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
এসআই আব্দুল লতিফ জানান, রহমত মিয়া সাউন্ডবক্সে গান বাজানোর জন্য সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রহমতের দাদা ওবায়দুর রহমান একটি ইউডি মামলা করেছেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
https://www.songbadtoday.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a1/
Post Views: ৩৭