আবু বকর সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাহমুদা আক্তার স্মৃতি (৩৫) ও সাদবিন আবি-ওয়াক্কাছ (১২) নামে মা ও ছেলেকে বেধরক মারপিট করেছে প্রতিপক্ষ।
এ ঘটনায় আহত মা-ছেলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়াস্থ গ্রামের আব্দুস মামাত মাষ্টারের মেয়ে স্বামীর স্মৃতি স্বামীর সংসার বিচ্ছেদ হবার পর থেকে বাবার বাড়িতে থাকেন।
নানা সময় তার চাচা আব্দুল হালিমের পালিত ছেলেসহ পরিবারের সবাই জমিজমা বিষয়ে ঝগড়া-বিবাদ অতঃপর জুলুম- অত্যাচার করেন। এরই একপর্যায়ে গত ১৩ নভেম্বর দুপুরে ছেলে সাদবিনকে অতর্কিতভাবে মারডাং করে আতিনের পালিত মা ও স্ত্রী।
এসময় মাহমুদা আক্তার স্মৃতি ছেলেকে রক্ষার্থে এগিয়ে আসলে আব্দুল মতিনসহ পরিবারের সবাই মিলে মা ও ছেলেকে বেধরক মারপিট করেন।
ঘটনার পর থেকে নানান হুমকী অব্যাহত থাকায় সাদবিন আবি-ওয়াক্কাছ স্কুলে যেতে পারছেনা।
সে স্থানীয় বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। এমনকি, নিরাপত্তাহীনতায় পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়ে শঙ্কিত রয়েছে। এঘটনায় মাহমুদা আক্তার স্মৃতি থানায় অভিযোগ করেছেন।
ইউপি চেয়ারম্যান শামছুল হুদা জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সৃষ্ট এ ঘটনা শুনেছি। তবে, পরিষদে কেউই আসেনি।
থানার এসআই আব্দুল আলিম বলেন, মাহমুদা আক্তার স্মৃতি কর্তৃক থানায় দায়েরকৃত অভিযোগ মর্মে তদন্তের জন্য দায়িত্ব পেয়েছি। তবে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কিছুই বলা যাবে না।