সুন্দরগঞ্জে গাছ চুরির সংবাদ প্রকাশে
২ সাংবাদিক লাঞ্চিত
আু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সরকারি গাছ চুরির সংবাদ প্রকাশের জের ধরে ২ সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া চৌ-রাস্তা মোড়ে সংশ্লিষ্ট তথ্য ছাড়াও আরো অনেক তথ্য আছে। সে সব তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সুজা মিয়া নামে কাঁঠের ফার্নিচারের দোকান মালিক সাংবাদিকদ্বয়কে জনৈক রওশন আলমের কনফেকশনারীতে ডেকে নিয়ে লাঞ্চিত করে। সুজা মিয়া হাতিয়া চৌ-রাস্তামোড়স্থ কাঁঠের ফার্নিচার ব্যবসায়ী ও মমতাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, চলতি মাসের বিভিন্ন তারিখে গাইবান্ধা-লক্ষ্মিপুর-ধোপাডাঙ্গা ইউনিয়ন ভায়া সুন্দরগঞ্জগামী জেলা পরিষদের পাকা রাস্তার (ডিবি রোড) দু’ধারে হাতিয়া মৌজায় এসব গাছ দেধারছে চুরি যাচ্ছে।
এ নিয়ে গত ১৫ আগষ্ট একাধিক গণমাধমে সংবাদ প্রকাশিত হয়। এতে হাতিয়া চৌ-রাস্তামোড়ে ডেকে নিয়ে সাংবাদিকদ্বয়কে লাঞ্চিত করে। সাংবাদিক দ’জনই প্রেস ক্লাব-সুন্দরগঞ্জ’র বিভিন্ন পদস্থ।
ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনা জানতে পেয়ে সাজুর পিতা মমতাজ উদ্দিন তার ছেলের দোষ বুঝতে পেয়ে বিষয়টি মিমাংসা করে দেন।
এরআগে (১৪ আগষ্ট) সংবাদটি পরিবেশন পূর্বে সাজু মিয়ার সঙ্গে মোবাইলফোনে বক্তব্য সংগ্রহ করে তা যথাযথভাবে উল্লেখ করা হয়।
এছাড়া ধোপাডাঙ্গা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান মণ্ডল, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুর রউফ তালুকদাসহ স্থানীয়দের পৃথক পৃথক বক্তব্য সংবাদে উল্লেখ করা হয়েছে।
https://www.songbadtoday.com/?p=92249
Post Views: ১৪৩