সুন্দরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ৩ দিনের রিমান্ড
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রী হত্যার রহস্য উদঘাটনে স্বামী সাইফুল ইসলাম ওরফে বাবুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শনিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. জান্নাতুল ইসলাম এ আদেশ দেন। এরআগে পুলিশের পক্ষে ৫ দিনের রিমান্ড ও আসামী পক্ষের জামিন আবেদন শুনানী হয়।
আসামী সাইফুল ইসলাম বাবু উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুকবাজিত গ্রামের আহম্মদ আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল ইসলাম জানান, অপর ২ আসামী সাইফুল ইসলাম বাবুর পিতা আহম্মদ আলী (৬৫) ও মা শহিদা বেগম (৫২) পলাতক রয়েছেন।
সাইফুলকে গ্রেপ্তারের আগে তার পরকীয়া প্রেমিকা রামভদ্র গ্রামের শহিদ মিয়ার স্বামী পরিত্যাক্তা মেয়েকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। অপর ২ আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলা সূত্রে জানা যায়, বিগত প্রায় ১৪ বছর আগে সাইফুল ইসলামের সঙ্গে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর-নুনখাওয়া গ্রামের রূপচান্দ মিয়ার মেয়ে আন্না আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ কন্যা রয়েছে। সাইফুল ও শহিদ মিয়ার ঐ মেয়ে একই দেশে প্রবাসে থাকায় তাদের প্রেমের গড়ে উঠে। তারা দু’জনই ৩ মাস আগে বাড়ি আসায় তাদের ছুটি শেষে আবার বিদেশে রওয়ানা করার আগের রাতেই পূর্ব-পরিকল্পিতভাবে আন্না বেগমকে হত্যা করে। এমন অভিযোগের ভিত্তিতে নিজের শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচানো আন্না বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আন্না বেগমের ভাই মতিয়র রহমান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ পূর্বক থানায় হত্যা মামলা করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মোতাহার হোসেন আসামী সাইফুল ইসলাম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেন।
https://www.songbadtoday.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%82%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/
Post Views: ৩১