সুন্দরগঞ্জ কলাগাছের
চাপায় শিশুর মৃত্যু !
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে কলাগাছের নীচে চাপা পড়ে সাজ্জাদ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু সাজ্জাদ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটী গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের আগে শিশু সাজ্জাদের দাদা বদিয়াজ্জামান বসত-বাড়িতে কলা পাড়তে গাছ কেঁটে দিলে গাছটি সাজাদের গায়ের উপর পড়ে।
এতে গুরুতর আহত অবস্থায় তাকে (সাজ্জাদকে) উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে দাড়িয়াপুর বাজারের অদূরে তার মৃত্যু হয়।
থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন- ‘কলাগাছের নীচে চাপা পড়ে সাজ্জাদ হোসেন নামে এক শিশু আহত হয়।
স্বজনরা তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। শিশুর বাবা আনোয়ারুল জীবিকার তাগিদে দূরে রয়েছেন বলে তিনি জানতে পেয়েছেন’।
থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সেলিম রেজা বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
থানা ওসি আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’
https://www.songbadtoday.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ab%e0%a6%b0/
Post Views: ২৯