বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
রাকিবুল হাসান, সাতক্ষীরাঃ
সুন্দরবনে বাঘের আক্রমে এক জেলে আহত হয়েছে। বাঘের আক্রমে আহত মোঃ রেজাউল পাইক (৪৫) পিতা মৃত সুরাত পাইক শ্যামনগর উপজেলার মুন্সীগন্জ ইউনিয়নের পাশ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।
আহতর পরিবারের পক্ষ থেকে জানা যায়, শনিবার বেলা ১২ টার দিকে রেজাউল পাইক একা সুন্দরবনের ছবেদ আলির খাল নামক স্থানে।
নিজের বাড়ির জন্যে জ্বালানি আনার জন্য সুন্দরবনে যায় এসময় বাঘের আক্রমনে আহত হয়।
বাঘ আক্রমনের পর নিজেকে বাচাঁতে বাঘের মুখে দা দিয়ে আঘাত করলে। বাঘ রেজাউল পাইকে ছেড়ে দিয়ে চলে যায়।
আহত রেজাউল শ্রবন প্রতিবন্ধী বলে জানাযায়। আহত রেজাউল পাইক নিজ বাড়িতে চিকিৎসা আছে।
বন বিভাগের দায়িত্বে থাকা কৈখালী ষ্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বাঘের আক্রমনে আহত হওয়ার বিষয়টা নিশ্চিত করেন।