মোঃ ফখর উদ্দিন, নোয়াখালীঃ
নোয়াখালীর সেনবাগে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন ২৫ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় সেনবাগের অজুর্নতলা ইউনিয়নের হাজিরহাট বাজারস্থ ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে ১১ টায়।
উপজেলার ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২৯২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
এতে প্রতি শ্রেণীতে ১৫ জন করে ৪৫ জন পরীক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে বলে জানান, ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন সভাপতি লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারী মোহাম্মদ ইসহাক, উপদেষ্টা মোঃ আবদুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রকের দাযীত্ব পালন করেন ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলে এলাহী।
ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে এটি ২৫ তম বৃত্তি পরীক্ষা।
পরীক্ষার বড় সাফল্য হচ্ছে একই দিনে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ।