বৃহস্পতিবার , ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মো: ফখর উদ্দিন, নোয়াখালীঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের পশ্চিম চাঁদপুর খলিফা পাড়ায় রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারায় শিশু মো. মেহেরাজ হোসেন (৫) ও একই ঘটনায় আহত হয় শিশু মেহেদী হাসান (৯)।
নিহত মেহেরাজ ঐ এলাকার ফজল ব্যাপারী বাড়ির দুবাই প্রবাসী মাহমুদুল হাসান সবুজ এর ছেলে বলে জানা যায়। দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে ট্রাক্টর চালানোর ফলে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার পর অভিযুক্ত চালক সাব্বির হোসেন জনি (২৪) ও তার সহযোগী মো. রমজান আলী সৈকত (২১) কে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ট্রাক্টর চালক সাব্বির হোসেন জনি ফেনী জেলার দাগনভূঁঞা থানার কোরেশ মুন্সীরহাট এলাকার বাসিন্দা।তার পিতার নাম জামাল উদ্দিন বলে জানা যায়।
অপর আসামি মো. রমজান আলী সৈকত নোয়াখালীর সেনবাগ থানার বিন্নাগুনী এলাকার বাসিন্দা।তার পিতার নাম মো. শহিদ উল্লাহ বলে জানা যায়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ট্রাক্টরটি জব্দ করে এবং অভিযুক্তদের গ্রেফতার করে।নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৯/১০৫ ধারায় মামলা (মামলা নং-০৭, তারিখ- ২২/১২/২০২৪) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
এ ঘটনায় বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্হানীয় বাসিন্দারা।