শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মো: ফখর উদ্দিন, সেনবাগঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সেনবাগ উপজেলার ঢালুয়া সামছুদ্দীন ইলিয়াছী ওয়ালিয়া দাখিল মাদ্রাসায় এক ইফতার মাহফিল ও আলোচনা সভা শনিবার (৮ মার্চ) মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
মাষ্টার আবুল কাশেম এর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মো. নিজামুদ্দীন এর সঞ্চালনায় ইফতারের পূর্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দরবেশহাট ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাসান পাটোয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রবিউল হোসেন (সুজন), নবীপুর দাখিল মাদ্রাসা সুপার মো: ইয়াছিন করিম, ৪নং কাদরা ইউপির ২নং ওয়ার্ড ইউপি সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক (জসিম) এবং ইসলামী ব্যাংক দরবেশহাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবু সাকের জাকারিয়া।
আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের শিক্ষা ও গুরুত্ব তুলে ধরে সমাজে জনকল্যাণমূলক কাজ করার আহ্বান জানান। তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস,যা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বক্সগঞ্জ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সামছুদ্দীন।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি,কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। এই আয়োজনের মাধ্যমে রমজানের শিক্ষা ও তাৎপর্যকে তুলে ধরে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়াস নেওয়া হয়।