সোনারগাঁওয়ে যুব সমাজের উদ্যোগে
ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অনুষ্ঠিত
কামাল উদ্দিন ভূইয়া, সোনারগাঁওঃ
মাদক কে না বলি, যুব সমাজ সুন্দর করি-এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন মাদকমুক্ত চরপাড়া যুব সমাজ এর উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলা দুটি দল অংশগ্রহণ করে বুরুমদী একাদশ বনাম মুছারচর একাদশ। উক্ত খেলায় দুই গোলে মুচারচর বিজয়ী হয়েছে।
শনিবার বিকালে চরপাড়া এরাকায় ওয়াহিদ ভূইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক। খেলাটি উদ্বোধন করেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি সেলিম ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন মামুন ভূইয়া, জামপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, নোয়াগাঁও ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান সহ অসংখ্য নেতৃবৃন্দ ।
প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক মুছারচর একাদশ কে প্রথম পুরস্কার ফ্রিজ তুলে দেন।