সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
কামাল উদ্দিন ভূইয়া, সোনারগাঁওঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নোয়াগাঁও ইউনিয়নে লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে, নোয়াগাও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান ভূইযা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আমিনা মামুন’স ডেন্টাল এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক-সোনারগাঁ ডেন্টাল কেয়ার এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক এবং নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডাঃ মোঃ মামুন ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ শোয়েব ভূইয়া, আলী আমজাদ ভূইয়া, সোনারগাঁও উপজেলা ছাত্রদের সাবেক যুগ্ম আহবায়ক বায়জিদ ভূইয়া।
ডাঃ মোঃ মামুন ভূইয়া বলেন, শিক্ষার কোন বিকল্প নেই, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, তাই শিক্ষাই জাতির মেরুদণ্ড হিসাবে বিবেচিত।
এই স্কুলের শিক্ষার্থীরা লেখাপড়া করে এখন বড় বড় পদে চাকুরী করে, তোমরাও একদিন অনেক বড় হয়ে অনেক সুনাম ভয়ে আনবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন আপনাদের সন্তানদেরকে সবসময় খোঁজ খবর রাখবেন, কখন কোথায় যায়, কারসাথে চলাফেরা করে, কতক্ষণ মনোযোগ সহকারে লেখা পড়া করে, তাহলে আপনার ছেলে বা মেয়ে একজন মানুষের মত মানুষ হবে।