বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
কামাল উদ্দিন ভূইয়া, সোনারগাঁওঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার অর্ন্তগত জামপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ৪ জানুয়ারি (শনিবার) বিকালে ১নং ওয়ার্ডের পাকুন্দা গ্রামের গ্ৰামে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সে সময় কৃষকরা অভিযোগ করেন বরেন কৃষকদের ফসলি জমি কেটে বিক্রি করা বন্ধ করতে হবে এবং ফসিল জমিতে চাষাবাদের জন্য পানি ব্যবস্থা করতে হবে।
জামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মিলন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি, ডাক্তার শাহিন মিয়া, ফজলুল হক, রুবেল মিয়া,আমির হোসেন, মোঃ সেলিম হোসেন দিপু, মোঃ মকবুল হোসেন ভূঁইয়া,আলম মিয়া সহ জেলা, উপজেলার শত শত নেতাকর্মী বৃন্দ।