রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মো. জুয়েল মন্ডল, নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর উপর অভিমানে কীটনাশক পান করে স্বামী আনোয়ার হোসেন (৫৬) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার চাঁন্দাশ ইউপির জন্তইল গ্রামে।
আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। আনোয়ার হোসেনের ছেলে মিঠু জানান, এদিন সকালে তার মায়ের সাথে বাবার সামান্য কথাকাটি হয়। এরই জের ধরে সকাল সাড়ে ৮ টার দিকে ঘরে রাখা কীটনাশক পান করেন তিনি। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মোল্লাকুড়ি নামক স্থানে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, প্রায় ৭ বছর আগে থেকে তার বাবা প্যারালাইসিসে আক্রান্ত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে তার চিকিৎসা করানো হয়েছে।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার মেজাজ খিটমিটে হয়ে উঠেছিল।
ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা