হাজীগঞ্জে অটোরিক্সা উল্টে চালক নিহত !
মানিক দাস, চাঁদপুরঃ
রিজার্ভ ভাড়া নিয়ে ফেরার পথে ব্যাটারী চালিত অটোরিক্সা উল্টে চালক ও মালিক মহিন উদ্দিন (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
২৬ মার্চ দুপুরে হাজীগঞ্জ পৌরসভার বদরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। সে হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডের টোরাগড় দক্ষিন পাড়া ফকির বাড়ির মৃত ইউসুফ মিয়ার কনিষ্ঠ সন্তান।
নিহতের চাচাতো ভাই আলফাজ জানান, দুপুরে সে রিজার্ভ ভাড়া নিয়ে বদরপুরে যায়। সেখান থেকে ফেরার পথে হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের বদরপুর সংযোগ সড়কের ঢালে নামার সময় অটোরিক্সাটি উল্টে অটোর সব”কটি ব্যাটারী তার বুকের উপর চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। তারপরেও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এর পরেই আমরা লাশ নিয়ে বাড়ি চলে আসি।
অটোরিক্সা উল্টে মহিন নামের এক যুবক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মনির কাজী।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
https://www.songbadtoday.com/?p=83594
Post Views: ৬০