হাজীগঞ্জ উপজেলা নির্বাচনে
বিজয়ী হলেন যারা
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে হাজী মো. জসিম উদ্দিনকে ১৫শ ১৮ ভোটে প্ররাজিত করে আগামি ৫ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।
দ্বিতীয় ধাপে দেশের অন্যান্য স্থানের ন্যায়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২১ মে মঙ্গলবার।
গত ২ মে প্রতীক বরাদ্দের পর থেকে ব্যাপক প্রচার প্রচারনা শেষে দেখা যায় ৩ চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর (আনারস) পেয়েছে ২৬৫৮৮ ভোট। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন ২৫০৭০ ভোট, এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মজুমদার রানা (ঘোড়া মার্কা) পেয়েছেন ১০৩০ ভোট।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েও তেমন কোন নেতা না পেয়ে একাই জনতার সাথে প্রচার প্রচারনা চালিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী। সেই সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ লোকমুখে প্রচারিত হয় নেতা নয় জনতার বিজয় হয়েছে।
নব-নির্বাচিত হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি এ বিজয়কে জনতার বিজয় বলে উৎসর্গ করেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন দুজন। তার মধ্যে রাবেয়া আক্তার রুবির প্রজাপতি প্রতীক ২৮০৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবি আক্তারের ফুটবল পেয়েছে ২৪১৯৯ ভোট। এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান সুমন।
https://www.songbadtoday.com/?p=86709
Post Views: ৬৩