বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
কুমিল্লা প্রতিনিধিঃ
গত মঙ্গলবার ১৩ আগস্ট দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর কাইয়ুম উদ্দিন চৌধুরী ও সংগীয় ফোর্সসহ কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন কুতুবদিয়া পাড়া নামক স্থানে ফোর্সসহ অবস্থান করা কালে একটি যাত্রীবাহী সিএনজি পুলিশ দেখে হঠাৎ গতি কমালে সিএনজিতে থাকা একজন যাত্রী ১টি সাদা রংয়ের কাপড়ের ব্যাগসহ সিএনজি থেকে নেমে মহাসড়ক সংলগ্ন বিল দিয়ে পালানোর সময় হোঁচট খেয়ে পড়ে যায় এবং ঐসময় তার হাতে থাকা ব্যাগটি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।
সিএনজিতে থাকা একজন যাত্রী ও বর্ণিত সিএনজি (কক্সবাজার-থ-১১-৫২৬২) এর চালক এর সামনে উক্ত ব্যাগ তল্লাশি করে কিছু পূরাতন কাপড়ের নীচে একটি কালো রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো প্যাকেট পাওয়া যায়।
উক্ত প্যাকেটের ভিতর ২৫টি নীল রংয়ের বায়ুরোধক প্যাকেট এবং তার প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবাসহ সর্বমোট (২৫×২০০) =৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে তা বর্ণিত স্বাক্ষিদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
সিএনজি চালককে জিজ্ঞাসা করলে সে জানায় যে পলাতক আসামী টেকনাফ থানাধীন তুলাতলী নামক স্থান হতে হ্নীলা যাওয়ার উদ্দেশ্যে তার সিএনজিতে উঠে।
এ সময় ১জন পুরুষ ও ২ জন মহিলা যাত্রীসহ সর্বমোট ৩ জন যাত্রী হোয়াইক্যং বাজার থেকে তার সিএনজিতে উঠে।
সিএনজি’র ড্রাইভার অপর ২ জন যাত্রী পলাতক আসামীকে চিনেন না মর্মে জিজ্ঞাসাবাদে জানায়।
আসামী পলাতক থাকায় বর্ণিত মাদকদ্রব্য মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।