রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ আলমগীর হোসেন, নারায়নগঞ্জঃ
আগামী ২০২৪ ইং ২৬ই রোজ রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল প্রকার নৌযানে ১১ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
বিশেষ অতিথি শাহ আলম বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতিত্ব করছেন মনির মাস্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন উপস্থিত ছিলেন রেজওয়ান মাস্টার, টিটু মোল্লা, মিজান আর ও অন্যান্য নেতৃত্ব বৃন্দG
নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে নাবিক কল্যাণ তহবিল ও ট্রস্টি বোর্ডের মাধ্যমে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠণ, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদানের গৃহীত সিদ্ধান্ত অভিলম্বে বাস্তবায় এবং কর্মস্থলে দুর্ঘটনা মৃত্যজনিত ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা ধারিত করতে হবে।
সকল মালিক সমিতিসমুহকে এক প্লাটফর্মে এনে এককেন্দ্রিক সিরিয়াল মেইনটেইন করে চট্রগ্রামবন্দর সহ সকল বন্দের পণ্য পরিবহনে সমতা বিধান করতে হবে।
মালিক সমিতিসমুহের সাথে গেজেট বর্হিভূত দ্বিপাক্ষিক চুক্তি অমীমাংসিক দাবিসমুহ পুনঃনির্ধারণ করে চুক্তি সম্পাদন করতে হবে।
চট্টগ্রাম বন্দর নিরাপদে জাহাজ রাখার জন্য শঙ্খ নদীকে পোতাশ্রয়ের উপযোগী করা,নদীর নব্যতা রক্ষা, নৌপথ,নদী ও সকল সমুদ্র বন্দ্ধ পর্যাপ্ত সংখ্যক মার্কা-বয়া বাতি স্হাপন,চ্যানেলে জাল পাতা বন্দ এবং প্রয়োজন অনুযায়ী পাইলট সরবরাহ নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম চরপাড়া-জালিয়াপাড়া পর্যন্ত নাবিকদের নিরাপদে উঠানাৃার জন্য কমপক্ষে ৫টি ইজারামুক্ত ঘাট ও মেরিন ড্রাইভ ওয়ের উপর চরপাড়া ও জালিয়াপাড়া এলাকায় ২টি ফুটওভার ব্রিজ স্হপন করতে হবে।
ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিংপাস,হলদিয়া পোর্টের লোডিং পয়েন্ডে ড্রেজিংসহ ভারতীয় সীমানায় নদীর নাব্যতা রক্ষা ও নৌশ্রমিকদের নিরাপত্তার বিধান করতে হবে।
পরিক্ষায় অনিয়ম-দুর্নীতি বন্ধ,মালিক কর্তৃক নিশ্চিত হয়ে পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, প্রপ্ততি কোর্সে অংশগ্রহণ করার পূর্বে চক্ষু পরিক্ষায় উত্তীর্ণ বাধ্যতামুলক করা ও প্রত্যেক শ্রেণীর পরিক্ষার জন্য বছরে একবার পরিক্ষার বিধান চালু,বাল্কহেডসহ ১০০ বিএইচপির ঊর্ধ্বের নৌযানে ৩য় শ্রেণীর ঊর্ধ্বের সকল নৌযানে ইনল্যান্ড মিরিন ইন্জিনিয়া (আইএমই) নিয়োগ বাধ্যতামূলক করতে হবে।
বালুবাহী নৌযানে কর্মরত শ্রমিকদের উপর পুলিল হয়রানি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আনলোড পয়েন্টে রাত্রি কালীন চলাচলের উপর নিষেধাজ্ঞা শিথিল করতে হবে।
আদলতের সিদ্ধান্ত ছাড়া মাষ্টার-ড্রাইভার সনদ বাতিলের কর্মকান্ড বন্ধ এবং নৌদুর্ঘটনার সকল মামলা শুধুমাএ নৌআদালতের এখতিয়ারভূক্ত করা,নৌআদালতে দ্রুত মামলা নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ,প্রয়োজনে নৌআদালতের সংখা বৃদ্ধি ও প্রতি মাসে দায়েরেকৃত মামলা তালিকা প্রকাশ করতে হবে।
সামুদ্রিক সৎস শিকারী জাহাজ শ্রমিদের গেজেটের পরিপূর্ণ বাস্তবায়ন এবং অন্যান্য সকল দাবী অভিলম্বে মেনে নিতে হবে।
নৌপথে সন্রস-চাঁদাবাজি- ডাকাতি-কালোবাজারি-জাহাজ ছিনতাই বন্দ করা। উচ্চ পর্যায়ের তন্ত্রের মাধ্যমে নজিরবিহীন জাহাজ ছিনতাইয়ের শিকার এম.ভি.তাহমিদা রহমান খান-১ এম.ভি দেওয়ান মেহেদি-২ ও এম.ভি.সী লাইন-৩ ছিনতাই ঘটনার মূলক হোতাদের খুঁজে বেইর করে, দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।