শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অবৈধ বিদ্যুৎ সংযোগ

দিতে গিয়ে যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়ায় সেচের জন্য অবৈধভাবে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে ইলিয়াছ মিয়াজী(২৮) নামে এক যুবক নিহত হয়েছে। ময়নাতদন্ত বা পল্লী বিদ্যুতকে না জানিয়ে তড়িঘড়ি লাশ দাফন করায় এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।

ঘটনাটি ঘটেয়ে গত মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারী) উপজেলার লক্ষ্মীপুর ইউপির ডাবুরীয়া গ্রামে। নিহত যুবক ওই গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে একই বাড়ীর ইমান হোসেনের ডোবী সেচতে গিয়ে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে মটরে সংযোগ প্রদান করেন। বিষয়টি জানার পর পল্লী বিদ্যুৎ সমিতি-৪ বিজরা অভিযোগ কেন্দ্রের লোক গিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়ে আসে। পল্লী বিদ্যুতের লোকজন এলাকা ছাড়ার পর পুনরায় আবারও অবৈধভাবে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লাকসাম মুদাফ্ফরগঞ্জ হেলথ কেয়ার হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত ইলিয়াছের বড় ভাই নুর নবী জানায়, আমার ছোট ভাই নিজের ইচ্ছামতো অবৈধ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হওয়ায় কারো প্রতি আমাদের কোন অভিযোগ নেই। পুলিশ ও স্থানীয় মেম্বার কে জানিয়ে লাশ দাফন করা হয়েছে।

সংবাদ পেয়ে বরুড়া থানা পুলিশের এসআই উত্তম কুমার ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষ্যের সমযোতার আশ্বাস পেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

 

স্থানীয় ওয়ার্ড মেম্বার আমীর হোসেন জানায় অবৈধ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যুবক নিহত হয়। উভয় পক্ষ্যের সমযোতার মাধ্যমে পুলিশ কে জানিয়ে লাশ দাফন করা হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ বিজরা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আলমগীর হোসেন জানায়, অবৈধ সংযোগ দিয়ে চোরাইভাবে বিদুৎ ব্যবহার করছে। সংবাদ পেলে আমরা সংযোগ বিচ্ছন্নসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য বরুড়া থানা পুলিশের এসআই উত্তম কুমারের মুঠোফোনে একাধিকবার চেষ্ঠা করেও বক্তব্য নেয়া যায়নি।