বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মনোহরগঞ্জের হাসনাবাদে প্রধানমন্ত্রীর
উপহারের নগদ অর্থ বিতরণ

 হুমায়ুন কবির মানিক, কুমিল্লাঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৩নং হাসনাবাদ ইউনিয়ন পরিষদে ২০২০-২১ অর্থ বছরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভিজিএফ (নগদ অর্থ) এবং চলমান করোনা পরিস্থিতির কারনে জিআর তালিকাভুক্তদের মাঝে নগদ অর্থ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভিজিএফ(নগদ অর্থ) উপহার পেয়েছেন সমাজের অসচ্ছল ও সুবিধা বঞ্চিত পরিবার।

গতকাল সকালে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও ইউনিয়ন সদস্য সচিব মোঃ শাহজালাল সবুজ সহ সকল ইউপি সদস্যগণ।

এসময় ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুজ্জামান।

এসময় ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বলেন, ‘করোনার এই চরম দুঃসময়ে সমাজের নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রশংসনীয় একটি উদ্যোগ গ্রহণ করেছেন।

হাসনাবাদ ইউনিয়নে নিম্ন আয়ের ৫০০ জন পরিবার ৫০০ টাকা এবং ৬৫১ জন পরিবার ৪৫০ টাকা করে পেয়েছে।’