বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে গিয়ে বিজিবি(৫৮)  আটক

মিজানুর রহমান, মহেশপুরঃ
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী ০১ জন নারী নাগরিককে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন যশাের জেলার বাঘারপাড়া থানার সাধীপুর গ্রামের মৃত আব্দুল জলিল শেখ এর মেয়ে আখি আক্তার (২৮)।
মৃত আব্দুল খালেক কোয়েল এর ছেলে মােঃ শহিদুল ইসলাম কোযেল (৫৫), কাশিবাড়ী গ্রামের মৃত শওকত আলী ঢালী এর ছেলে মােঃ রবিউল ইসলাম (২১), তার স্ত্রী মােছাঃ কহিনুর খাতুন (১৯), হরিনগর গ্রামের মােঃ ইউসুফ আলী মােড়ল এর ছেলে
মােঃ আব্দুল হক (৩০), চন্ডীপুর গ্রামের মােঃ সেকেন্দার গাইন এর মেয়ে মােছাঃ লুতফুন্নেছা (৩৫), লাঙ্গলঝাড়া
গ্রামের মােহাম্মদ গাজীর ছেলে মােঃ আব্দুল করিম (২৫), যশাের জেলার কোতয়ালী থানার সুলতান পুর গ্রামের রুস্তম গাজীর মেযে মােছাঃ নাছরিন বেগম (২৩), মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট গ্রামের মৃত নুর হােসন এর ছেলে মােঃ ওহিদুল মােড়ল (৩১), গােপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানর রামপাল গ্রামের মৃত সধীর রায় এর ছেলে শ্রী শ্যামল রায় (২৮) এবং খুলনা জেলার দিঘলিয়া থানার কামারগাতী গ্রামের মৃত ধীরেন রায় এর ছেলে শ্রী মিল্টন রায় (২৮)।
মহেশপুর (৫৮ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান অক্লান্ত পরিশ্রম করছেন। কোভিড নিয়ন্ত্রণের জন্য। ৫৮ বিজিবির আওতাধীন বিওপি গুলো কঠোর অবস্থানে রয়েছে।