শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চীনা উপহারের ৬ লাখ টিকা বাংলাদেশের পথে

অনলাইন ডেস্কঃ

চীনের বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে চীনের উপহার আরও ৬ লাখ ভ্যাকসিন। আজ শুক্রবার (১১ জুন) ঢাকা চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

আগামী রোববার (১৩ জুন) চীনের দ্বিতীয় দফা উপহারের ভ্যাকসিন বুঝে পাবে বাংলাদেশ। চীনের প্রথম দফা উপহারের মতোই এটাও সিনোফার্ম ওর ভ্যাকসিন।
বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) প্রথমে সিনোফার্ম-এর ভ্যাকসিন অনুমোদন দিয়েছিল। স¤প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর বাংলাদেশও দ্বিতীয় চীনা ভ্যাকসিন সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সিনোফার্ম ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত চুক্তি চূড়ান্ত প্রায়। আর এক সপ্তাহের মধ্যেই সিনোফার্ম কেনার চুক্তির আলোচনা শুরু হবে।

এর আগে চীনের দেয়া উপহারের প্রথম দফার ৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা ১২ মে ঢাকায় আসে।