শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খুলনায় ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু !

নিজস্ব প্রতিনিধিঃ

ভাইরাস ও এর উপসর্গ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, মৃতদের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত ছিলেন। আর উপসর্গ ছিল চারজনের। এ ছাড়া আইসিইউতে রয়েছেন ২০ জন।

হাসপাতালে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১৩৯ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে রেড জোনে ৭০ জন, ইয়ালো জোনে ২১ জন, এইচডিইউতে ২৮ জন ও আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।

গত ২৪ ঘণ্টায় খুলনায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৮৪ জনের। করোনা শনাক্ত হয়েছে ২২২ জন, যা নমুনার ৩২ শতাংশ।

কুরোনা শনাক্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে যশোরের একজন, বাগেরহাটের তিনজন ও খুলনার একজন রয়েছেন।