বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চাঁদপুরে পুনাকের উদ্যোগে দু’ শতাধিক পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মানিকি দাস, চাঁদপুরঃ

করোনাকালীয় সময়ে তৃতীয় লিঙ্গ, বেদে সম্প্রদায়, হরিজন, প্রতিবন্ধী, দুস্থ ও কর্মহীন প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুরের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর মডেল থানায় ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ডাক্তার আফসানা শর্মী।

এ সময় তিনি বলেন, করোনাকালীন সময়ে চাঁদপুরে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক নিজস্ব উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করছি। কর্মহীন মানুষের কথা বিবেচনা করে আমরা খাদ্য সহায়তা দিয়ে হাত প্রসারিত করছি। আমরা আজকে পুনাকের উদ্যোগে তৃতীয় লিঙ্গ, বেদে সম্প্রদায়, হরিজন, প্রতিবন্ধী, দুস্থ ও কর্মহীন প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করেছি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পুনাক জেলা শাখার সহ-সভানেত্রী পূজা দাশ, কোষাধ্যক্ষ ঈশান ইভা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশীদ, ইন্সপেক্টর (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) এনামুল হক চৌধুরী, ইন্সপেক্টর (অপারেশন) সোহেল রানা, পুলিশ লাইনস এর আড়াই মো. জলিল উদ্দিনসহ পুনাকের সদস্যবৃন্দ।