শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

 চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ করোনামুক্ত

মানিক দাস, চাঁদপুরঃ

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ করোনা মুক্ত হয়েই আবারো ঝুঁকি নিয়ে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

২৮ জুলাই বুধবার দুপুরে লকডাউনের ৬ষ্ঠ দিনে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে তাকে আইনশৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এর পূর্বে তিনি চলতি মাসের মাঝা মাঝিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন।

গত ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, মহামারী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে চাঁদপুর জেলা পুলিশের সদস্যরা প্রথম থেকেই দায়িত্ব পালন করে আসছেন।

মহামারী করোনায় চাঁদপুর শহরে সচেতনতার লক্ষ্যে কাজ করেছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ। এর মধ্যে তিনি চলতি মাসের মাঝা মাঝি সময়ে শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকরা তাকে করোনা পরীক্ষা করার পরামর্শ প্রদান করেন।

পরীক্ষার করার পরে তার করোনা পজিটিভ আসে। এতদিন তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। প্রায় ১২ দিন চিকিৎসা শেষে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে তিনি শারীরিক সুস্থ হয়ে চাঁদপুর ফিরে আসেন।

২৮ জুলাই বুধবার দুপুরে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে চাঁদপুর শহরের বিভিন্নস্থানে তার উপস্থিতি লক্ষ্য করা গেছে।