শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হওয়ার মাত্র এক বছরের মাথায় পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী সুগা। শুক্রবার জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হন তিনি।

২৯ সেপ্টেম্বর জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচন করা হবে। যিনিই জিতবেন, তিনি জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। কারণ পার্লামেন্টের নিম্নকক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আগামী ১৭ অক্টোবর জাপানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

দলের সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য দলের নেতা নির্বাচনেও প্রার্থী হবেন না তিনি। ফলে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র এক বছরের মাথায় দায়িত্ব ছাড়তে যাচ্ছেন সুগা।

জানা গেছে, এ বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে।

এ বিষয়ে এলডিপির মহাসচিব তোশিহিরো নিকাই সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে প্রেসিডেন্ট সুগা বলেছেন, তিনি করোনা সংক্রমণ রোধের ওপর মনোযোগ দিতে চান। এ জন্য তিনি দলের নির্বাচনে অংশ নেবেন না।