শুক্রবার , ২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ || ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে নিখোঁজের ৪ দিন পরও উদ্ধার হয়নি সেজুতি রানী ভৌমিক নামে ৮ম শ্রেনীর এক স্কুল শিক্ষার্থী। সে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের চিকুনীয় গ্রামের ধীরেন্দ্র চন্দ্র ভৌমিকের মেয়ে ও স্থানীয় মুদাফরগঞ্জ আ ন ম উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।
এ ঘটনায় গত ১৪ জানুয়ারী ওই শিক্ষার্থীর মা আরতি রানী ভৌমিক বাদী হয়ে লাকসাম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
নিখোঁজের ৪ দিন পরও ৮ম শ্রেনীর শিক্ষার্থী সেজুতি রানী ভৌমিক উদ্ধার না হওয়ায় পরিবারের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, মুদাফরগঞ্জ আ ন ম উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেনীর শিক্ষার্থী সেজুতি রানী ভৌমিক গত ১৩ জানুয়ারী সকাল ৯টায় স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। স্কুল ছুটি শেষে ওই ছাত্রী আর বাড়ীতে ফেরত যায়নি।বাড়ীতে ফেরত না আসায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গত ১৪ জানুয়ারী ওই শিক্ষার্থীর মা আরতি রানী ভৌমিক বাদী হয়ে লাকসাম থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের ৪ দিন পরও ৮ম শ্রেনীর শিক্ষার্থী সেজুতি রানী ভৌমিক উদ্ধার না হওয়ায় পরিবারের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানা পুলিশের ওসি মেসবাহ উদ্দিন ভুঁইয়া বলেন, ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।