সোমবার , ৪ঠা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে একজন মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুজন ও সাধারণ কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী।
তিনি জানান, বৃহস্পতিবার (২৬ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মাসুদ পারভেজ খান ইমরান, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের বৃষ্টি আক্তার ও ৪ নম্বর ওয়ার্ডের নাসরীন সুলতানা।
মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, একজন মেয়র প্রার্থী প্রত্যাহারের পর এখন মাঠে আছেন পাঁচজন। ২৭টি ওয়ার্ডে ১২০ জন সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর মধ্যে ১০ জন প্রত্যাহার করায় এবং চারজনের মনোনয়ন বাতিল হওয়ায় এখন মাঠে আছেন ১০৬ জন। তাঁদের মধ্যে নগরীর ৫ ও ১০ নম্বর ওয়ার্ডে একাধিক প্রার্থী না থাকায় দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এ ছাড়া ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীর মধ্যে এখন মাঠে আছেন ৩৬ জন।
আগামী কাল (২৭ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই তাঁরা প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। মোট ১০৫টি কেন্দ্রে আগামী ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে।