সোমবার , ৪ঠা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা করার বিষয়ে ম্যাজিস্ট্রেট আদালতের রায় বাতিল ঘোষণা করেছেন ইসরায়েলের আপিল আদালত। আদালতের রায়ে বলা হয়েছেন, আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অধিকারের তুলনায় সামাজিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ।
আল-আকসায় প্রার্থনা নয়, কেবল পরিদর্শন করা যাবে—এমন শর্তে ইহুদিদের ওই মসজিদ ভ্রমণের অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার। শর্ত ভেঙে তিন ইহুদি তরুণ সেখানে প্রার্থনা করলে পুলিশ তাঁদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়।
ইসরায়েলি রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে আদালত গত বুধবার রায় দেন, ইসরায়েলিদের ভাষায় টেম্পল মাউন্ট তথা আল-আকসার ‘বিশেষ স্পর্শকাতরতা নিয়ে অতিরঞ্জনের অবকাশ নেই’। বিচারক আরো বলেন, ইহুদিদের প্রার্থনা করার অধিকার ‘প্রশ্নাতীত কোনো বিষয় নয়’। তাদের সেই অধিকারের ওপর সামাজিক শান্তির নিশ্চয়তাকে প্রাধান্য দিতে হবে।
প্রসঙ্গত, আল-আকসা প্রাঙ্গনকে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মাবলম্বীরাই পবিত্র মনে করে। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। সূত্র : রয়টার্স