শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইসলাম ধর্ম অবমাননা রোধে কঠোর আইন প্রয়োজন-নতুনধারা

ধর্ম অবমাননা রোধে কঠোর আইন প্রনোয়ন ও প্রয়োগ প্রয়োজন বলে মনে করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

৭ জুন ধারার মিডিয়া সেল প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- শুধু ইসলাম, মহানবী(সা.)-ই নয়; হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-শিখ-বাহাই-ইহুদীসহ সকল ধর্মের প্রতি সম্মান ও যথাযথভাবে ধর্ম পালনে নিরবিচ্ছিন্নতা বজায় রাখতে ‘ধর্ম অবমাননারোধ আইন’ প্রনোয়ন ও প্রয়োগে সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, প্রীতলতা খন্দকার প্রমুখ স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়- মহানবী(সা.) কে অবমাননাকারী নুপুরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভারত কেন বিশ্বের কোথাও আর কেউ কোন ধর্মকে অবমাননা করার সাহস পাবে না। অতএব, বিশ্বব্যাপী সকল ধর্মের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে আলোকিত পৃথিবী গড়ার জন্য আইন ও আইনের প্রয়োগ এখন সময়ের দাবি।