বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চাঁদপুরে মাসব্যাপী বিজয়

মেলার কার্যক্রম শুরু 

মানিক দাস, চাঁদপুরঃ
আজ ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের আজকের দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে চাঁদপুরকে বীর বাঙ্গালী পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে চাঁদপুর কে  মুক্ত করে। সেই থেকে ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস চাঁদপুরে পালিত হয়ে আসছে। মুক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে চাঁদপুরের মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় উদযাপন পরিষদ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে ৷
গত ৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্ধোধন হলে ও  মুক্তিযুদ্ধের বিজয় মেলার মাসব্যাপী কার্যক্রম আজ থেকে  শুরু হবে ।
৭ ডিসেম্বর বুধবার বিষয়টি  নিশ্চিত করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ ও মহা সচিব হারুন আল রশিদ।
মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ তিনি জানান, দিবসটি উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় মঞ্চে জাতীয় পতাকা  উত্তোলন করা হবে। সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর  প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলনসহ বিভিন্ন  রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহা সচিব হারুন আল রশিদ। ওই দিন রাতে চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।