শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিশুদের ইংরেজিতে দক্ষ করে গড়ে

তুলতে হবে-এলজিআরডি মন্ত্রী

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ‘ইংরেজি ভার্সন’ চালু করা হয়েছে।

স্কুলগুলো হলো, লাকসাম পৌর শহরের রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় এবং এ মালেক ইন্সটিটিউশন (রেলওয়ে হাই স্কুল)।

আজ বৃহস্পতিবার স্কুলগুলোতে ‘ইংরেজি ভার্সন’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

সকাল সাড়ে ১১টায় লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক আড়ম্বর অনুষ্ঠানে স্কুলগুলোতে‘ইংরেজি ভার্সন’ উদ্বোধন ঘোষণা করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার মূল ভিত্তি বা সূতিকাগার হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এখানের শিক্ষার্থীরা হচ্ছে কোমলমতি। ওরা নরম কাদা-মাটির মতো। তাদের প্রাথমিক স্তরে যেভাবে গড়ে তোলা হবে, তারা সেভাবেই গড়ে উঠবে। সুতরাং এখন থেকেই তাদের ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশ-বিদেশে অন্যান্য ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার বিকল্প নেই। ফলে প্রাথমিক স্তর থেকেই মাতৃভাষা বাংলার সাথে সাথে শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে পড়ালেখার মাধ্যমে সঠিক জ্ঞানচর্চা ও যোগ্য নাগরিক হিসেবে তৈরি করা অপরিহার্য।’

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, (উপসচিব) মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবদুল মন্নান, বিপিএম (বার), লাকসাম উপজেলাপরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনূছ ভূঁঞা, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, লাকসাম উপজেলা ভাইসচেয়ারম্যান মহব্বত আলী প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অহিদুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, এমালেক ইনস্টিটিউশনের (রেলওয়ে হাইস্কুল) পরিচালনা কমিটির সভাপতি মো. জাহিদুল মাওলা চৌধুরী হেলাল, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হিরা, প্রধান শিক্ষক কামাল হোসেন হেলালসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

একই দিন বিকেলে মন্ত্রী লাকসাম পৌরসভার ‘তাজুল ইসলাম’ সম্মেলন কক্ষে উপজেলার প্রত্যেক মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা করেন।

এ ছাড়া, সন্ধ্যার পর লাকসাম উপজেলা এবং পৌরসভা আওয়ামী লীগের নব গঠিত কমিটির পরিচিতি সভায় তিনি যোগদান করে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

লাকসামে আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব