শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়-বেলার বিরহ

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

“বিদায়- বেলার বিরহ ব্যাথায় আখিঁ উঠে ছলছলি যাবার বেলা যে অপরে কাদায় তারেই মানুষ বলি”।

বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী চট্টগ্রাম ট্রেনলাইটিং এ কর্মরত মোঃ আব্দুল আজিজ এফএএসবিএ ২৬ জানুয়ারি( বৃহস্পতিবার )২৩ ইং চাকরি জীবনের শেষ কর্ম দিবস ছিল চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার অপারেটর হিসেবে।

তিনি বাংলাদেশ রেলওয়েতে ২০ নভেম্বর ১৯৮৩ ইং সনে পূর্বাঞ্চল রেলওয়ের বিদ্যুৎ বিভাগে চাকুরীতে যোগদান করেন।

মোঃ আব্দুল আজিজ এর পিতা মরহুম গোলাম রহমান প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী পূর্ব দপ্তরের প্রাক্তন ট্রেসার পদে কর্মরত ছিলেন।

অত্র দপ্তর হতে তিনি ৯৫ সালে অবসরে যান। মোঃ আব্দুল আজিজ, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার, নোয়াখোলা গ্রামের সন্তান। ২ ভাই ২ বোনের মধ্যে তিনি বড় ছেলে। ভাই- বোনের মধ্যে তিনি একমাএ রেলওয়েতে কর্মরত ছিলেন।

আব্দুল আজিজের ১ ছেলে ১ মেয়ে। রেলওয়েতে কোন সন্তানের চাকরি হয়নি। শেষ কর্ম দিন উপলক্ষে বিদায় জানাতে লাকসাম ট্রেন লাইটিং এর দায়িত্বরত এসআর/এলই জাকির আহমেদ লাকসাম ট্রেনলাইটিং এর পক্ষ হতে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানান।

অবসর জীবন তার সুন্দর ও সুস্থতাভাবে কাটুক মহান রাব্বুল আলামিন এর নিকট তিনি দোয়া কামনা করেন।

কসবা আড়াইবাড়ি দরবার শরীফে বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল